
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে দেখা গেল আশার আলো। একই দিনে এল দুই ভালো খবর। এক তো রাজ্যে দেড় লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠতে সক্ষম হয়েছেন কোভিডের হাত থেকে। সেই সঙ্গে দ্বিতীয় ভালো খবর এটাই যে চড় চড় করে হাজার ছুঁতে চলা উত্তর ২৪ পরগনার সংক্রমণ এখন নিম্নমুখী হয়েছে। তবে উদ্বেগের বার্তাও আছে। রাজ্যে আবার একদিনের নতুন করে সংক্রমণের হার যেমন ৩ হাজার ছাড়িয়েছে তেমনি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। তবে এটাও ঠিক সুস্থতার হার এখনও দেশের হারের চেয়ে বেশি। তবে উত্তরবঙ্গে সংক্রমণ মনে হচ্ছে কিছুটা হলেও বাগ মেনেছে। তবে কলকাতা সহ দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার মতো জেলাগুলিতে আবার ই কিছুটা হলেও বেড়েছে সংক্রমণ।
৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুয়ায়ী শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২জন। মারা গিয়েছেন ৫৮জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৪৮জন। সামগ্রিক ভাবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৭০১জন। মোট মৃত ৩ হাজার ৫১০জন। মোট ডিসচার্জ ১ লক্ষ ৫০ হাজার ৮০১জন। রাজ্যে অ্যাক্টিভ কোভিড কেস রয়েছে ২৩ হাজার ৩৯০টি। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৪.৮৬শতাংশ। শেষ ২৪ ঘন্টায় কোভিড টেস্টের সংখ্যা ৪৫ হাজার ৭৮১। মোট টেস্ট হয়েছে ২১ লক্ষ ১২ হাজার ১৮৫টি। পজিটিভ কেসের সংখ্যা ৮.৪১শতাংশ।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022