
নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যু নয়, খুন করা হয়েছে, সুশান্তের আত্মহত্যার পর এই দাবি জোড়ালে ভাবে উঠছিল৷ সেই মতোই বিহারের আদালতে সলমান খান, করণ জোহর, সঞ্জয়লীলা বনসালি, একতা কাপুর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে হল মামলা রুজু৷ আইনজীবী সুধীর কুমার ওঝা বিহারের মুজাফরপুরে ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন৷ ৩ জুলাই হবে মামলার শুনানি৷
সুধীর কুমার ওঝা জানান , তিনি অভিযোগ করেছেন সুশান্ত সিং রাজপুতকে প্রায় ৭টি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ আর কিছু ছবির রিলিজও আটকে দেওয়া হয়েছিল৷ এতে অভিনেতার যেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল৷ যার শিকার হয়ে তিনি এই মর্মান্তিক পথ বাছতে বাধ্য হয়েছিলেন৷ পটনার জন্ম সুশান্তের৷ সেখান থেকে তিনি বলিউডে নিজের মতো করে জায়গা বানিয়েছিলেন তিনি৷ পেয়েছিলেন জনপ্রিয়তা৷ তবে শেষ পর্যন্ত মাত্র ৩৪ বছর বয়সে এভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাঁকে৷ কিন্তু সুশান্তের এভাবে মৃত্যুর পিছনে অনেক চাপ কাজ করেছে বলে প্রথম থেকেই অভিযোগ ওঠে৷ তাঁর মতো দৃঢ়চেতা ছেলে এভাবে আত্মহত্যার পথ বেছে নেবেন, মেনে নিতে পারেনি পরিবারও৷ তাই তাঁকে খুন করা হয়েছে এমন অভিযোগও উঠে আসে৷ এবার সেই মতো আইনের পথে হাঁটলেন সুধীর কুমার ওঝা৷Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022