সুশান্ত মৃত্যু মামলা : মাদককাণ্ডে গ্রেফতার শৌভিক ও স্যামুয়েলকে নিয়ে রওনা দিল এন সি বি, আজ আদালতে পেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত মামলার তদন্তে নেমে মাদকযোগ থাকার অভিযোগে গতকালই রিয়া চক্রবর্তীর ভাই এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শনিবার সকাল ৯ টার পর দুই অভিযুক্তকে নিয়ে ইতিমধ্যেই সিয়ন হাসপাতালে পৌঁছেছে এনসিবির টিম। সেখানে দুজনের মেডিক্যাল পরীক্ষা করা হবে। মেডিকাল টেস্টের পর হাসপাতাল থেকেই সোজা এসপ্ল্যানেড আদালতে নিয়ে যাওয়া হবে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে।

শৌভিক ও স্যামুয়েলকে গতকাল এনডিপিএস আইন,১৯৮৫ এর আওতায় গ্রেফতার করা হয়েছে। এই দুই অভিযুক্ত ছাড়াও শনিবার আদালতে পেশ করা হবে এই মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত মাদক পাচারকারী কয়জান ইব্রাহিমকেও।

শুক্রবার গভীর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে আনা হয় সুশান্তের হাউজ হেল্প দীপেশ সাওয়ান্তকে। শনিবার সকালে এনসিবির তরফে জানানো হয়েছে দীপেশকে গ্রেফতার করা হয়নি। আজ তাঁর বয়ান রেকর্ড করা হবে। এনসিবির হয়ে সাক্ষী হচ্ছেন দীপেশ। জানালেন এই কেন্দ্রীয় সংস্থায় ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা। 

সূত্রের খবর, এনসিবির তরফে আদালতে জানানো হবে শৌভিক ও মিরান্ডা মুম্বইয়ের একটি ড্রাগ সিন্ডিকেটের অংশ। এই দুই অভিযুক্তর কমপক্ষে ১০ দিনে এনসিবি হেফাজতের দাবি জানাবে তাঁরা। জানা যাচ্ছে রবিবার রিয়া চক্রবর্তীকে সমন পাঠাতে পাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube