
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদের মধ্যে একজনের সঙ্গে আবার নিয়মিত যোগাযোগ রাখতেন অভিনেত্রী রিহার ভাই সৌভিক চক্রবর্তী। ধৃতদের মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে বুধবারই গ্রেফতার করা হয়েছে। তাঁদের সঙ্গে কিভাবে রিহা, সৌভিক কিংবা সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার কিভাবে যোগাযোগ ছিল, তা জানতে এনসিবি আধিকারিকরা জেরা করবেন বলে জানা গিয়েছে।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে আব্দুল বসিত পরিহারের সঙ্গে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা মাঝেমধ্যেই যোগাযোগদ করতেন। শোনা যাচ্ছে, আসলে স্যামুয়েল সৌভিকের জন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখত। অন্যদিকে জাইদ ভিলাত্রা নামক অপর যাকে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে রিহা এবং সৌভিকের কোনও যোগাযোগ ছিল কিনা সেই বিষয় এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সুশান্ত মৃত্যু মামলায় ইতিমধ্যেই ইডি এবং সিবিআইয়ের সাড়াশি আক্রমনে বিধ্বস্ত। এরমধ্যেই নয়া সংযোজন এনসিবি। জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকারিকা সুশান্তের আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তদন্ত করতে নেমেই মাদক চক্রের বিষয়টি সামনে আসে। এরপরেই সুশান্তের পরিবার অভিযোগ তোলে অভিনেতা মাদক খাইয়ে মেরে ফেলেছে রিহা ও তাঁর পরিবার। এরপরেই এই ঘটনার তদন্তে নামে এনসিবি আধিকারিকরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022