
নিউজটাইম ওয়েবডেস্ক : রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন। এই অভিযোগেই অভিনেত্রী রিয়া ও আরও তিন অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ সংস্থার এক আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘গাঁজা গাছের শুকনো ফুল-কুঁড়ি প্রতি গ্রাম প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়। সুশান্তকাণ্ডে সেগুলির সরবরাহকারীদের গ্রেফতার করা হতে পারে।’
সূত্রে খবর, দু’জন মাদক সরবরাবকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। হয়তো আজ, শনিবারই তাদের গ্রেফতার করা হতে পারে। সুশান্তকাণ্ডে মাদকের প্রয়োজন ও তার যোগান খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে রিয়া চক্রবর্তীর ভূমিকাও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে। এর আগে অবশ্য অভিনেত্রী রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেছিলেন যে, ‘রিয়া চক্রবর্তী জীবনে মাদক সেবন করেননি। রক্ত পরীক্ষায় জন্য রাজি রিয়া।’ তবে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা জানিয়েছেন যে, ইডি-র তদন্তে রিয়ার হোয়াটসঅ্যাপ থেকে মাদক নিয়ে কথোপকথনের তথ্য মিলেছে। যা ইডি এনসিবি-কে দিয়েছে। সুশান্ত সিং রাজপুতের মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী শুক্রবার প্রথমবারের জন্য মুখোমুখি হয়েছিলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের। ওই দিন সকাল সাড়ে দশটার সময় ডিআরডিও গেস্ট হাউসে হাজির হন রিয়া। এরপর একটানা সাড়ে দশ ঘন্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই টিমের এসপি নূপূর প্রসাদ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022