
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতে মৃত্যু ঘিরে প্রথম থেকেই ছিল বেশ কিছু ধোঁয়াশা। বহু বলি তারকা এবং তাঁর অগণিত ভক্তরা বারবার দাবি করে এসেছে, এই মৃত্যু আত্মহত্যা নয়, বরং খুন। এই বিষয়ে এখনও পর্যন্ত হিন্দি ছবির প্রথম সারির অভিনেতাদের মধ্যে কঙ্গনা রানাওয়াত এই বিষয় নিয়ে সবথেকে বেশি প্রগল্ভ ভাবে কথা বলেছেন এই নায়িকা। প্রথম থেকেই আদিত্য চোপড়া, মহেশ ভাট, করন জোহরের মত ব্যাক্তিত্বকে দুষে এসেছেন তিনি। এবার সুশান্তের মৃত্যুর তদন্তের জন্য কঙ্গনাকে তলব করল মুম্বাই পুলিশ।
বর্তমানে লকডাউনের মধ্যে মুম্বাইয়ে নেই তারকা। তাঁর হিমাচল প্রদেশের বাড়িতে আছেন কঙ্গনা। মুম্বাইয়ে তাঁর বাড়ির পরিচারকের হাতেই বান্দ্রা পুলিশ স্টেশনে তলব করে নোটিশ দিয়েছে পুলিশ। সুশান্ত সিং-এর মৃত্যুর পেছনে কোনো প্ররোচনা আছে কিনা। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে কেরিয়ার নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছিল কিনা তা জানতে চায় মুম্বাই পুলিশ। প্রথম থেকেই সুশান্তের মৃত্যুর পেছনে বলিউড বিগিদের প্ররোচনা আছে বলে দাবি করে এসেছেন কঙ্গনা রানাওয়াত। এমনকি তার নিজের বিরুদ্ধে ঘটা সমস্ত ঘটনার কথাও বলেছেন তিনি। প্রসঙ্গত, গত ১৪ই জুন বান্দ্রায় তাঁর নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে করা হলেও, এই নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে, সর্বাপেক্ষা সুশান্তের ভক্তদের মধ্যেও। তারপরই মুম্বাই পুলিশ এই তদন্তে অগ্রণি ভুমিকা গ্রহণ করেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022