সুশান্ত মামলায় আর্থিক তছরূপের অভি‌যোগ, ইডি দফতরে অভিনেত্রী রিয়া চক্রবর্তী

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে ইডির দফতরে অভিনেত্রি রিয়া চক্রবর্তী। এর আগেই ইডির জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পেছোনোর আবেদন জানিয়েছিলেন রিয়া। তিনি জানান, সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন তার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া ‌যেন শুরু কর না হয়, তা খারিজ করে দেয় ইডি। ইতিমধ্যেই সুশান্ত সিং মৃত্যু তদন্তে আর্থিক তছরূপের একটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে ইডি। এর আগে ইডি আধিকারিকরা, সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁটিয়ে দেখএন, এছাড়া সুশান্ত ও রিয়ার চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে পৃথক ভাবে কথা বলেন।

বেশ কয়েকদিন আগেই সুশান্তের বাবা কে কে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ কোটি টাকা তছরূপের অভি‌যোগ দায়ের করেন। গত ২৫ শে জুলাই এই অভি‌যোগে কে কে সিং অভি‌যোগ করেন সুশান্তের টাকা হাতিয়ে নিচ্ছে রিয়া।

এর আগেই বেশ কয়েকবার ইডির তলব এড়িয়‌ে যান রিয়া। শেষ প‌র্যন্ত গতকাল রাতে তাঁকে ইডির তরফ থেকে আজ ডেকে পাঠানো হয়। এর আগে রিয়ার বয়ান রেকর্ড স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন রিয়া, কিন্তু তা খারিজ করে দেয় ইডি। এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বাহীর পুলিশের ডিজি জি পান্ডে। তিনি জানান, গ্রেফতারির ভয়ে ইডির সামনে হাজির হচ্ছেন না অভিনেত্রি।

প্রসঙিগত, গত ১৪ই জুন সুশান্তের মৃতদহ খুঁজে পাওয়া ‌যায় তার ফ্ল্যাটে। এরপর থেকেই তদন্ত চলছিল। মুম্বাই ইতিমধ্যেই জানিয়েছিল রিয়া বা অন্য আর কারোর কাছে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া বা আর্থিক লেনদেনের কোনো প্রমান পাননি। মুম্বাই ও বাহর পুলিশের পর এবার এই তদন্তে সামিল হয়েছে সিবিআই ও ইডিও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube