সুশান্ত প্রসঙ্গে বিস্ফোরক পরিচালক মহেশ ভাট, জেরার ডাক পড়তে পারে করণ জোহরেরও

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিত্বকে জেরা করেছে পুলিশ। আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বনসালি, এমনকি জেরার জন্য ডেকে পাঠানো হয় কঙ্গনা রানাওয়াতকেও। তিনিই সুশান্তের মৃত্যুর পর প্রথম বলিউডে সজন পোষনের কথা প্রকাশ্যে বলেন। কঙ্গনাই বারবার করন জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটের মত ব্যক্তিত্বরা অন্যায় ভাবে নিজের ছবি থেকে সুশান্তকে বাদ দিয়ে দেন বলে দাবি করেন। তবে তিনি এখনও আসেননি, কারণ এই লকডাউনে তিনি তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশে আছেন।

তবে ইতিমধ্যেই মহেশ ভাটকে জেরার জন্য তলব করেছিল সান্টাক্রুজ থানার পুলিশ। সেখানেই বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক মহেশ ভাট। তিনি বলেন, সড়ক-২ ছবিতে অভিনয়ের প্রস্তাবই তিনি দেননি সুশান্তকে, ফলে সেখান থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। এছাড়া তিনি এও বলেন রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ব্রেকাপের মধ্যে তার কোনো ভূমীকা নেই। তিনি এও বলেন তাঁর সাকূল্যে ২ বার দেখা হয় সুশান্তের সাথে। ২০১৮ সালে প্রথম, এবং শেষবার ২০২০ সালের জানুয়ারি মাসে।

প্রথমবার মহেশের লেখা একটা বই নিয়ে কথা হয়। এবং শেষবার তাঁর দেখা হয় সুশান্তের ফ্ল্যাটে, সেখানে উপস্থিত ছিলেন রিয়া চক্রবর্তীও। তবে এই সময়েও কোনো ফিল্মে অভিনয় সংক্রান্ত কোনো কথা হয়নি।

তবে সুশান্তের মৃত্যু পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয় রিয়ার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে। এমনকি এই পরিচালকের উপস্থিতির কারণেই সুশান্ত ও রিয়ার সম্পর্কে চীড় ধরে বলে গুঞ্জন ওঠে। তবে এই প্রসঙ্গে মহেশ ভাট জানান, এই সমস্ত দাবি ভিত্তিহীন। সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে কোনোদিন কোনো বক্তব্য রাখেননি তিনি। তবে এই বিষয়ে পরিচালক ঘনিষ্ঠ লেখিকা, সুহৃতা দাস জানান, সুশান্ত কে দেখার পরই মহেশ ভাট তার মানসিক অবসাদ নিয়ে মন্তব্য করেন। এমনকি প্রয়াত তারকা পারভিন ববির সঙ্গে তুলনা করেন তিনি। এরপর খুব শিগগিরিই ডাক পড়তে পারে করণ জোহরেরও।  

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube