সুশান্তের মৃত্যু ভোটের ‘ইস্যু’ নয়, দাবি বিহারে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত ফডণবীসের

নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত সিং রাজপুতের স্টিকার-মাস্ক নিয়ে ‘বিচার’-এর দাবি জানাচ্ছে বিহার বিজেপি। কিন্তু অভিনেতার মৃত্যু বছর শেষের বিহারের বিধানসভা ভোটের কোনও ‘ইস্যু’ নয়। কিন্তু ‘সুশান্ত বিচার না পাওয়া পর্যন্ত দম ফেলবে না’ বিজেপি। এমনটাই জানালেন বিহারে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দেবেন্দ্র ফডণবীস।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে সুশান্তের মামলা চলছিল, তাতে কেউ বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন না। এটা কোনও নির্বাচনী ইস্যু নয়, এটা সাধারণ মানুষের ইস্যু। বিচার না পাওয়া পর্যন্ত বিজেপি চুপ করে থাকবে না।’

রাজনৈতিক মহলের একাংশের মত, সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে বিহারে ‘আবেগ ভোট’ টানতে মরিয়া বিজেপি।তাই বিজেপির কেন্দ্রীয় সংগঠনের শীর্ষস্তরের তরফেও সুশান্তের মৃত্যু নিয়ে ‘বিচার’-এর দাবি জানানো হচ্ছে। বিশেষত সোশ্যাল মিডিয়ায় বিজেপির ছোটো-বড়-মাঝারি নেতানেত্রীদের তৎপরতা চোখে পড়ার মতো। আর দায়িত্ব পাওয়ার পর প্রথম বিহার সফরেই সুকৌশলে সেই ‘আবেগ’ উসকে দেওয়ার কাজটাই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেরে রাখলেন বলে মত রাজনৈতিক মহলের।

তারইমধ্যে বিহারের এনডিএ জোটে চিরাগ পাসোয়ানের দলের বেসুরো গানে কিছুটা বিপাকে পড়েছে বিজেপি। আসন বণ্টন নিয়ে বিজেপি ও জে়ডিইউয়ের সঙ্গে এলজেপির রীতিমতো ‘মন কষাকষি’ চলছে। শুক্রবারই রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, জোটের বিষয়ে ছেলে চিরাগ যে সিদ্ধান্ত নেবেন, তার পাশেই থাকবেন তিনি।সূত্রের খবর, আসন বণ্টন নিয়ে অমিত শাহের সঙ্গেও দেখা করবেন চিরাগ।তাতে অবশ্য পাত্তা দিতে রাজি নিন ফডণবীস। বরং জোটের মধ্যে কোনও ‘মতভেদ’ নেই বলে দাবি করে তিনি বলেন, ‘এনডিএ-র সঙ্গেই আছে এলজেপি (চিরাগ পাসোয়ানের দল) এবং তিন জোটসঙ্গী একসঙ্গে ভোটে লড়ব।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube