
নিউজটাইম ওয়েবডেস্ক : দাম চড়া হলেও আপত্তি ছিল না সুরাপ্রেমীদের। তবে মদের উপর যে ‘বিশেষ করোনাভাইরাস ফি’ চাপানো হয়েছিল, এবার তা তুলে নিল দিল্লি সরকার। আগামী ১০ জুন থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। সংবাদসংস্থা পিটিআইয়ের সূত্রে এমন খবর মিলেছে।
তবে এক আধিকারিক জানিয়েছেন, ‘বিশেষ করোনা ফি’ (৭০ শতাংশ) তুলে নেওয়া হলেও সব ধরনের মদের উপর ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তবে তাতেও রাজধানীতে একধাক্কায় অনেকটাই কমবে মদের দাম। উল্লেখ্য, লকডাউনের গোড়ার দিকে দেশজুড়ে মদ বিক্রি বন্ধ ছিল। তার ফলে সরকারের আয় অনেকটাই কমছিল। সেই পরিস্থিতিতে তৃতীয় দফার লকডাউনের প্রথম দিন অর্থাৎ ৪ মে থেকে মদ বিক্রির ছাড়পত্র দেয় কেন্দ্র। সেদিন রাতেই দিল্লি সরকার জানায়, মদের দামের উপর বাড়তি ৭০ শতাংশ ‘বিশেষ করোনা ফি’ চাপানো হচ্ছে। তার জেরে একলাফে মদের দাম বাড়লেও সুরাপ্রেমীদের আটকানো যায়নি। দোকানের ঝাঁপ খোলার আগে থেকেই লাইনে অপেক্ষা করতে থাকেন। তাঁদের মদ প্রেমের সামনে পর্যদুস্ত হয় বাড়তি দামও। আর সেই প্রেমের সৌজন্য কোষাগার ভরে দিল্লি সরকারের। প্রশাসনের হিসেব অনুযায়ী, মদ বিক্রির ফলে ৪ মে থেকে ২৫ মে’র মধ্যে তাদের কোষাগারে ২২৭.৪৪ কোটি টাকা ঢুকেছে। তার মধ্যে ১২৭ কোটি টাকা বিশেষ করোনা ফি। তা সত্ত্বেও গত বছরের তুলনায় এবার সরকারের আয় অনেকটাই কম হয়েছে। গত বছর মে’মাসে সরকারের আবগারি আয় হয়েছিল ৪২৫.২৪ কোটি টাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022