
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সুখবর । বারবার ভেস্তে গেলে ও অন্যবারের মতো আর শেষমুহূর্তে এসে ভেস্তে যাচ্ছে না। বরং চতুর্থ মৃত্যু পরোয়ানা অনুযায়ী নির্ধারিত সময়েই ফাঁসি হবে নির্ভয়াকাণ্ডের তার দণ্ডিতের।
দিনের শুরুতেই অন্যতম দণ্ডিত পবন গুপ্তের ফাঁসি আটকানোর চেষ্টা করলেও সুপ্রিম কোর্টে ধাক্কা খায়। ১৬ই ডিসেম্বরের সেই নৃশংস ঘটনার সময় সে নাবালক ছিল বলে পবন যে দাবি করেছিল, তা গত ২০ জানুয়ারি খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, মৌখিক শুনানির আর্জি খারিজ করা হয়েছে। কিউরেটিভ পিটিশন ও অন্যান্য প্রয়োজনীয় নথি খুঁটিয়ে দেখা হয়েছে। রূপা হুরা বনাম অশোক হুরা মামলা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে কোনও মামলা তৈরি করা যায়নি। সেজন্য পবনের কিউরেটিভ পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে, পবন ও অপর দণ্ডিত অক্ষয় সিংয়ের দ্বিতীয় প্রাণভিক্ষার আর্জি জানালে ও মন গলেনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তখনই নিশ্চিত হয়ে যায়, আগামী ২০ মার্চ সকাল সাড়ে ৫টায় নির্ভয়ার পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022