সুপ্রিম নির্দেশে পুরীর জগন্নাথ মন্দিরে রথ যাত্রায় স্থগিতাদেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : এবছর পুরীর রথযাত্রার অনুমতি দিলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না। বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে এমনটা জানাল সুপ্রিম কোর্ট। ২৩ জুনের প্রস্তাবিত রথযাত্রা পিছিয়ে দিতে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি এদিন ছিল প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চে । শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, “ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।” প্রধান বিচারপতি বলেন, “এই করোনা মহামারীর  আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।” নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হল। বৃহস্পতিবার শুনানিতে জানায় শীর্ষ আদালত।

ওড়িশার এক এনজিও, ওড়িশা বিকাশ পরিষদ সুপ্রিম কোর্টে দাবি করেছে, এই রথযাত্রা ঘিরে প্রায় ১০-১২ লক্ষ লোকের জমায়েত হবে পুরীতে। দু’সপ্তাহ ধরে চলবে এই উৎসব। তাই এবছর রথযাত্রায় স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আবেদনের শুনানিতে এদিন জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে প্রাচীন এই রীতি আয়োজনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube