সুপ্রিম কোর্টে খারিজ সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন

নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অভিনেতার ভক্তদের অনেকেই। এই তালিকায় নাম জুড়েছিল রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। তবে এ বার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, পুলিশকে তাদের কাজ করতে দেওয়া হোক।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে সুশান্তের এমন আকস্মিক এবং মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।

সুশান্তের মৃত্যুর পর প্রাথমিক ভাবে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। সম্প্রতি সেই তদন্তে নাম জুড়েছে বিহার পুলিশেরও। কারণ পাটনায় সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। সুশান্তের পরিবারের তরফে রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণার পাশাপাশি অভিনেতাকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে।

বুধবারই বিহার পুলিশের চার সদস্যের টিম মুম্বই পৌঁছে গিয়েছে। যদিও রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, বিহার পুলিশের থেকে এই তদন্ত যেন মুম্বই পুলিশের হাতে দেওয়া হয়। এর পাল্টা সুশান্তের বাবা দেশের শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়ে বলেছেন তাঁর কথা না শোনা পর্যন্ত যেন তদন্তভার স্থানান্তর না করা হয়। সুশান্তের পরিবারের অভিযোগ, মুম্বই পুলিশের কেউ রিয়াকে সাহায্য করছে।

 
অন্যদিকে সুশান্তের পরিবারের তরফে জানানো হয়েছে যে গত ফেব্রুয়ারি মাসেই মুম্বই পুলিশকে জানানো হয়েছিল যে অভিনেতার প্রাণ সংশয় রয়েছে। সূত্রের খবর, সুশান্তের মৃত্যুর ছয়দিন আগে অভিনেতার এক দিদিকে ফোন করেছিলেন রিয়া। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর আর সুশান্তের মধ্যে ঝগড়া হয়েছে। অভিনেতার মৃত্যুর তদন্তে এর আগে রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। তাদের দাবি, দীর্ঘক্ষণ জেরায় রিয়া জানিয়েছিলেন, ২০১৫ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে দেওয়ার পর সুশান্ত নাকি রিয়াকেও বলেছিলেন ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে দিতে। মুম্বই পুলিশ জানিয়েছিল, এই তদন্তে রিয়ার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube