
।। স্বর্ণালী মান্না ।।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-র তরফ থেকে নোটিস পাঠানো হল । তৃণমূলের সাধারণ সম্পাদককে কুন্তল ঘোষের চিঠি মামলায় আগামীকাল ডেকে পাঠানো হল নিজাম প্যালেসে ।সিবিআই সুত্রে জানা যাচ্ছে আজ সোমবার বেলা ১.৩০ টা নাগাদ ইমেইলে একটি চিঠি পাঠানো হয় অভিষেককে ।এ ছাড়াও জানা যাচ্ছে কুন্তল ঘোষের চিঠির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে ।
অন্যদিকে আজ সোমবারই সুপ্রিম কোর্ট কুন্তল ঘোষের চিঠির বিষয়ে একটি স্থগিতাদেশ জারি করে জানিয়েছিল এখনই জিজ্ঞাসাবাদ করা যাবে না তৃণমূলের সাধারণ সম্পাদককে । কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের এই চিঠির মামলায় জানিয়েছিলেন, প্রয়োজন পড়লে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে । আর ঠিক এই নির্দেশকেই পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক । এই মামলাতেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ।
স্থগিতাদেশ থাকা সত্বেও ফের তলব করা হল তৃণমূল সাংসদকে ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023