
।। প্রসেনজিৎ সাহা ।।
এই প্রথম সুন্দরবনে শুরু হল পাখি উৎসব বা বার্ড ফেস্টিভ্যাল। পশ্চিমবঙ্গ বনবিভাগ ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যৌথ উদ্যোগে আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি চলবে এই পাখি উৎসব। সুন্দরবনের সজনেখালিতে এই বার্ড ফেস্টিভ্যালের সূচনা হয় মঙ্গলবার। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখি প্রেমীরা এই পাখি উৎসবে অংশগ্রহন করেছেন। মঙ্গলবার সুন্দরবনের সজনেখালিতে এই পাখি উৎসব সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়, তারপর এদিন সন্ধ্যায় পতাকা নাড়িয়ে এই বার্ড ফেস্টিভ্যালের সূচনা করেন বণ কর্তারা।
সুন্দরবনের গহন অরণ্যে ঘুরে ঘুরে পাখি দেখার, ছবি তোলার সুযোগ থাকছে এই পাখি উৎসবে। এই পাখি উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনে যে ৩০০’র বেশী প্রজাতির পাখি রয়েছে সেগুলিকে শনাক্ত করা এবং নতুন কোন প্রজাতির পাখি সুন্দরবনের জঙ্গলে এসেছে কিনা সেগুলি নথিভুক্ত করা। কিভাবে সুন্দরবনের এই পাখিগুলিকে সংরক্ষণ করা যায়, বিশেষ করে বিলুপ্তপ্রায় প্রজাতির পাখিদেরকে শনাক্ত করে সেগুলিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যেই এই পাখি উৎসবের উদ্যোগ বলে জানান বণ আধিকারিকরা। পাশাপাশি সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে এই পাখি উৎসবের মধ্য দিয়ে।
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023