
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব বন্যপ্রাণ দিবস পালিত হল দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালিতে। শুক্রবার সকালে স্থানীয় স্কুলের পড়ুয়াদেরকে সাথে নিয়ে একটি পথযাত্রার মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালিত হয়। দক্ষিন ২৪ পরগনা বন বিভাগ স্কুলের পড়ুয়াদেরকে এদিন সুন্দরবন ভ্রমণের মধ্যে দিয়ে সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণকে বাঁচানোর বার্তা দেন।
এদিন বিভিন্ন ধরনের বন্যপ্রাণের মুখোশ পড়ে পদযাত্রায় অংশ নেয় পড়ুয়ারা। পাশাপাশি সুন্দরবন বাঁচাতে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বনকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ এই পদযাত্রায় অংশ নেন। এদিন ঝড়খালি চিড়িয়াখানা ঘুরিয়ে দেখানোর পর লঞ্চে করে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় সুন্দরবনের বনি ক্যাম্পে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023