
যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে বাড়ি ফিরলেন অশোকনগরের কল্যাণগড়ের বাসিন্দা । বছর ২৬ এর যুবক, পেশায় বেসরকারি সংস্থার হয়ে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সুরজিৎ দে । ভারতীয় একটি কোম্পানির হয়ে চলতি বছরের পয়লা মার্চ সুদান গিয়েছিলেন সুরজিৎ সহ কোম্পানির মোট ছয় জন ইঞ্জিনিয়ার । উনিশে এপ্রিল তাদের দেশে ফিরে আসার কথা ছিল ।
তবে তারই মধ্যে ১৫ এপ্রিল সুদানের আর্মির সঙ্গে আধা সেনা আরএসএফ-এর মধ্যে গোলাগুলি বেঁধে যায় । সুদানের রাজধানী খারতুমের একটি হোটেলে আটকে ছিলেন সুরজিৎ সহ তার সহকর্মীরা । সেখানে বেশ কিছু ভারতীয় একইসঙ্গে আটকেছিলেন । তাদের হোটেলের ১০০ মিটার দূরত্বে মিসাইল হানায় গুঁড়িয়ে যেতে দেখেছেন একের পর এক বিল্ডিং ।
খাবার শেষ হতে যাওয়া হোটেলে তখন নেই বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট পরিষেবা, টেলিফোন সংযোগ । পরিবারের সঙ্গেও সেভাবে যোগাযোগ করতে পারছিলেন না । যার ফলে যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে ছিল তাঁর পরিবার । এরই মধ্যে সুরজিৎ সহ ৪৯ জন ভারতীয় চলতি মাসের ২৪ তারিখ প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে নিজেদের খরচে হোটেল থেকে ৯০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এসে পৌঁছান ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023