
নিউজটাইম ওয়েবডেস্ক : মোটরসাইকেলের সিটের নিচে থেকে ২২ টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান। এই ঘটনায় দু’জন পাচারকারীকে আটক করেছে বিএসএফ। ধৃতদের নাম জাহাঙ্গীর হোসেন মোল্লা ও গিয়াস উদ্দিন মন্ডল। বৃহস্পতিবার জয়ন্তীপুর সীমান্ত থেকে তাদের আটক করে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন জয়ন্তীপুর গ্রামের ফ্রেন্ড গেটের কাছে সন্দেহজন ভাবে দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়ায়। সেখানে বিএসএফ দেখে তারা পালানোর চেষ্টা করে। তখন তাদের আটক করে বিএসএফ। তাদের জিজ্ঞাসাবাদ করে মোটর বাইকে তল্লাশি চালিয়ে মোটর বাইকের সিটের নিচ থেকে ২২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ওজন ২.৫৬ কেজি৷ যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৪ লক্ষ ১ হাজার ৫১৭ টাকা।বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া সেনার বিস্কুট সহ দুই পাচারকারীকে পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023