
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহের মধ্যে হঠাৎই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়ি সিল করে দিল মুম্বই পুরসভা। গত শনিবার বিএমসির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সুর সম্রাজ্ঞী কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যই করোনায় আক্রান্ত হয়নি বলে খবর। এমন কি সুস্থতার খবর এদিন নিজেই লতা মঙ্গেশকর স্বীকার করেছেন। তবে কেন তাঁর আবাসন সিল করা হল, এই নিয়ে ধন্ধে শিল্পীর ভক্তরা।
সূত্রের খবর, শিল্পীর আবাসনে বেশিরভাগ সকলেই বয়স্ক। আর কয়েকদিন আগেই গনেশ চতুর্থী গিয়েছে। আর দক্ষিণ মুম্বইয়ের চম্বলা হিলসে পেডার রোড সংলগ্ন এলাকায় দিনকয়েক ধরেই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। যার ফলে প্রভুকুঞ্জ আবাসনে যাতে কেউ আক্রান্ত না হয় সেই কারণে আগাম সতর্কতার জন্যে এই সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। প্রসঙ্গত, মহারাষ্ট্রে গনেশ চতুর্থীর পর থেকেই বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৮৬ জনকে নিয়ে মোট সংক্রমিত হয়েছেন ৭ লক্ষ ৬৪ হাজার ২৮১ জন। অন্যদিকে ৩২৮ জনকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে্ ২৪ হাজার ১০৩। এখনও অবধি সুস্থ হয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৭১১ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৫৪১ জন করোনা মুক্ত জীবন ফিরে পেয়েছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022