সিলেবাস কমছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের, জানালো রাজ্য স্কুল শিক্ষা দফতর

নিউজটাইম ওয়েবডেস্ক : সেই ২৫ মার্চ, জনতা কার্ফু থেকে বন্ধ হয়েছে রাজ্যের সব স্কুল। পুজোর আগে আর খোলার কোনও সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই এই শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের অভিভাবকদের মধ্যে চিন্তা দেখা দিয়েছিল সিলেবাস শেষ হওয়া নিয়ে। চিন্তিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ঠিক করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই সিলেবাসের কাটছাঁট করা হবে। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই সিলেবাস ছোট করার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে একই সঙ্গে অন্য একটি সমস্যাও তৈরি হয়েছে। আর তা হল সিলেবাস কমিয়ে দেওয়ার কারনে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে সমস্যায় পড়তে পারে বাংলার ছাত্রছাত্রীরা।
  
স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বছর যেহেতু রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে তাই ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে। তবে এটাও ঠিক যে সর্বভারতীয় বোর্ডগুলি সিলেবাস কাটছাঁটের কথা ইতিমধ্যেই ঘোষণা করলেও মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে যা পরিস্থিতি তাতে চলতি বছরের পুজোর আগে পরে করে সিলেবাস কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটা কিছু ঘোষণা করা হতে পারে। সেই সম্ভাবনা যথেষ্টই বেশি। দুইটি ভাগে এটা করা হতে পারে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কাটছাঁট সিলেবাসের ওপর নেওয়া হলেও যারা সর্বভারতীয় পরীক্ষায় বসার জন্য প্রস্ততি নিচ্ছে তাঁদের আলাদা করে পুরো সিলেবাসই পড়তে হবে। প্রয়োজনে স্কুল শিক্ষকরা এই বিষয়ে তাঁদের সাহায্য করতে পারেন।
 
রাজ্যের স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, সিলেবাস কমানো হতে পারে, তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষামহলের একটি অংশ আবার দাবি করেছে, শিক্ষাবর্ষ পিছিয়ে আগের মতো এপ্রিল থেকে মার্চ করা হোক। এখন রাজ্যের শিক্ষাবর্ষ চালু আছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। শিক্ষক সংগঠন বিজিটিএ’র সাধারণ সম্পাদক সৌরেন ভট্টাচার্য সরকারকে লিখিত প্রস্তাব দিয়েছেন, আইসিএসই এবং সিবিএসই’র সঙ্গে সাযুজ্য রেখে আমাদের রাজ্যে স্কুলস্তরে এপ্রিল থেকে মার্চ শিক্ষাবর্ষ হলে ছাত্র-ছাত্রীরাই উপকৃত হবে। সিলেবাস কমালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়বে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube