সিরামের সাথে হাত মেলালো বিল গেটসের সংস্থা, ভারতে করোনা ভ্যাকসিন মিলবে ২২৫ টাকায়

নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্বজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের খোঁজ। এরইমধ্যে রাশিয়ার তৈরি ভ্যাকসিন বিশ্বজুড়ে সাড়া জাগালে, অক্সফোর্ডের ভ্যাকসিনই এখনও প‌র্যন্ত নির্ভর‌যোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বেশ কিছু ট্রায়াল পাশ করেছে এই ভ্যাকসিন। এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ভারতে তৈরির দায়িত্ব নিয়েছে পুনের সংস্থা সিরাম। এবার এই সংস্থাই প্রচারে এল অন্য এক কারণে।

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বিল গেটসের সংস্থা এবার হাত মেলাল সিরামের সাথে। সিরাম ভারত সহ আরও ৯২ টি দেশে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ভার নিয়েছে। ইতিমধ্যেই জানা ‌যাচ্ছে, অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনের দাম হতে পারে তিন ডলার, ‌যা ভারতীয় মুদ্রায় ২২৫ টাকা। এই ভ্যাকসিন ‌যাতে আরও সস্তায় দরিদ্র দেশের মানুষেরা পেতে পারেন তার জন্যেই সিরামের সাথে এই চুক্তি করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং গাভি। এই চুক্তি অনু‌যায়ী ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য ১৫ কোটি ডলার ইতিমধ্যেই সিরামের হাতে তুলে দিয়েছে বিল গেটসের সংস্থা।

শুক্রবার সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা, ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন বিল গেটসের দুই সংস্থা গাভি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে। এই ট্যুইটেই তিনি জানান, ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ তৈরির জন্য এই চুক্তি। তিনি আরও জানান, ভ্যাকসিনের দাম ‌যথা সম্ভব কম রাখা হবে ‌যাতে সমস্ত আর্থসামাজিক স্তরের মানুষই এই ভ্যাকসিন কিনতে পারেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube