
প্রাইমারি স্কুলে পড়াবেন সিভিক ভলে ন্টিয়াররা! বাঁকুড়া পুলিশের এই ঘোষণার পরেই ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার । পুলিশ রাজ্য চালাচ্ছে প্রসঙ্গ ফের উস্কে দিয়েছে এমন ঘোষণা । রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা ।
নন্দীগ্রামের দলীয় মিটিংয়ে এসে বাম নেতা সুজন চক্রবর্তী এইদিন রাজ্যে ‘সিভিক শিক্ষক’ প্রসঙ্গে বললেন, তৃণমূল-কংগ্রেস একটা প্রজন্মকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। যা বলেছিলাম তা মিলে গেল, সিভিক পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার তারপরে আবার সিভিক শিক্ষক, দেখা গেল পড়াবে কে সিভিক পুলিশ তারাই আবার সিভিক শিক্ষক। একটা প্রজন্মকে পুরো শেষ করে দেয়ার চক্রান্ত করছে তৃণমূল-কংগ্রেস।’
নন্দীগ্রামে বামফ্রন্ট আবার হারানো জমি কি ফিরে পাবে। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা কিন্তু সরকার এখনও ঘোষণা করেনি। সারা রাজ্যজুড়ে মানুষ প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলকে হারাতেই হবে। তৃণমূলকে হারাতে বিজেপিকে প্রশ্রয় দিতে হবে এটা ঠিক নয়। তৃণমূল যেমন অপরাধী বিজেপিও তার থেকে আলাদা কিছু নয়। বরং বিজেপি তৃণমূলকে রক্ষা করে চলছে। আট বছর হয়ে গেল চিটফান্ড মামলার কোন চার্জ শীট দেয়নি। এর দায়তো নরেন্দ্র মোদী সরকারকে স্বীকার করতে হবে। ফলে বিজেপি তৃণমূলের বাইরে সবাইকে এক জোট করে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
‘শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে যুক্ত’ এর উত্তরে সুজন চক্রবর্তী বললেন, ‘শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দোষে দুষ্ট, শুভেন্দু অধিকারীও সেই অভিযোগে অভিযুক্ত সন্দেহ নেই। শুভেন্দুর দৌলতে মমতার নন্দীগ্রাম চেনা। নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের যা অপরাধ শুভেন্দু অধিকারীও তার বাইরে নয়। মুখ্যমন্ত্রীতো সব মন্ত্রীর মাথা। কোন মন্ত্রীর কত সুপারিশ এবং কত খারিজ হল তিনি হিসেব দিন।’
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023