
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে সিলেবাস কাটছাঁট করতে গিয়ে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, দেশভাগের মতো বিষয়কে বাদ দেওয়া হয়েছে। এ খবর প্রকাশ্য়ে আসতেই এবার গর্জে উঠলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছেন মমতা।
* টুইটারে মমতা লিখেছেন, ” করোনা পরিস্থিতিতে সিলেবাস কাটছাঁটের দোহাই দিয়ে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, দেশভাগের মতো বিষয়কে বাদ দিয়েছে কেন্দ্র সরকার, স্তম্ভিত আমি”।
* মমতা আরও লিখেছেন, ”আমরা এর তীব্র বিরোধিতা জানাচ্ছি। একইসঙ্গে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আর্জি রাখছি যাতে, কোনওভাভেই এসব গুরুত্বপূর্ণ বিষয়কে না বাদ দেওয়া হয়”। * উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে সিলেবাস কমাতে গিয়ে ২০২০-২১ পাঠ্য়ক্রমে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, দেশভাগের মতো বিষয়কে বাদ দেওয়া হয়েছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022