সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী

সিবিআইয়ের নজরে এবার তৃণমূল নেতা বিভাস অধিকারী । নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই টিম হাজির হল বীরভূমের প্রাক্তন ব্লক সভাপতির নলহাটির আশ্রমে । অন্যদিকে, কলকাতার আমহার্স্ট স্ট্রিটের ফ্ল্যাটেও সিবিআই এর একটি টিম যায় ।

প্রসঙ্গগত, বিভাস অধিকারীর কলকাতার এই ফ্ল্যাটে অনেক দিন আগেই ইডির আধিকারিকরা সিল করে দিয়ে যান । ঠিক কিছুদিন আগেই, এই ফ্ল্যাটের সিল ভেঙে ইডি আধিকারিকরাই তল্লাশি অভিযান চালান । এরপর এখানে আজ গেলেন সিবিআই আধিকারিকরা ।দুই থেকে আড়াই ঘন্টা পর কলকাতার এই ফ্ল্যাট সিল করে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা ।

সুত্রের খবর টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এই বিভাস অধিকারী । তিনি এই অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীনই, সিংহভাগ দুর্নীতি হয়েছিল বলে অনুমান সিবিআই-এর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube