
নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের জট ছাড়াতে এবার ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই নিজাম প্যালেসে, সিবিআই দফতরে পৌঁছেছেন তিনি। কুন্তল ঘোষ, গোপাল দলপতি, তাপসের মুখে কালীঘাটের কাকুর কথা শোনা গিয়েছিল। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল।
যদিও নিজাম প্যালেসে পৌঁছে সুজয়কৃষ্ণ ভদ্র সংবাদমাধ্যমকে জানান, তিনি জানেন না তাঁকে কেন তলব করা হয়েছে। তবে তিনি তদন্তে সাহায্য করবেন এই আশ্বাসও দিয়েছেন ক্যামেরার সামনে। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির জট ক্রমশ জটিল হচ্ছে, এই জট কোথায় গিয়ে ছাড়ে তাLatest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023