
।। স্বর্ণালী মান্না ।।
শনিবার, জাপানের ওয়াকায়ামা শহরে, লিবেরাল ডেমক্রেটিক পার্টির হয়ে নির্বাচনের প্রচারে যান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা । আচমকাই একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় সেই জায়গায় । ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে ।
পরে জানা যায়, কোনও এক ব্যক্তি একটি ধুম্র বোমা ছুঁড়েছিল, যার ফলেই স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে । ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয় বলে সুত্রের খবর ।
একটি বক্তব্যে প্রধানমন্ত্রী কিশিদা জানান, ঘটনার তদন্তে নেমেছে জাপানের পুলিশ । তিনি জানান, এই মুহূর্তে জাপান একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, এমন সময় এরকম অপ্রীতিকর ঘটনা একেবারেই কাম্য নয় । এর পর তিনি আবার তাঁর প্রচারের কাজ শুরু করেন । ধৃত ব্যক্তি এখনও পুলিশি হেফাজতে আছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ওয়াকামায়া থানার পুলিশ । তবে এই মুহূর্তে কোনও তথ্য তাঁরা দেননি ।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর “বন্ধু” ফুমিও কিশিদার অক্ষত ও সুস্থ থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ।তিনি আরও জানান ভারত যে কোনও ধরণের হিংসাত্বক ঘটনাকে ধিক্কার জানায় ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023