
নিউজটাইম ওয়েবডেস্ক : আজই সেই চূরান্ত দিন। আর কিছুক্ষণের মধ্যেই চার হাত এক হতে চলেছে সিড কিয়ারার। অগ্নি সাক্ষী রেখে, বৈদিক মন্ত্রোচ্চারনে জীবন এক সুতোয় বাঁধতে চলেছেন বি-টাউনের সিড কিয়ারা জুটি। তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল আগেই। ডেটে, একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিকে। ‘কফি উইথ করণ’ শোয়ে সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা আকার ইঙ্গিতে স্বীকার করে নিয়েছিলেন কিয়ারা। আজই সিড কিয়ারার জীবনের বিশেষ দিন।
জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে হতে চলেছে সিড কিয়ারার বিবাহ। সেজে উঠেছে বিবাহ বাসর। অতিথি, আত্মীয় পরিজনেরা সকলে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। বিয়ের মুহূর্তের গোপনিয়তা যাতে অক্ষত থাকে তা মোবাইল ক্যামেরা নিয়ে কড়াকড়ি রয়েছে। সেলিব্রিটিসুলভ কায়দায় বিয়ে করছেন সিড কিয়ারা। সঠিক সময়ে প্রকাশিত হবে তাঁদের বিবাহের মুহূর্তের ছবি। অপেক্ষার প্রহর গুনছে সিড-কিয়ারা ভক্ত ও নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023