সিড-কিয়ারার বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। জয়সালমেড়ের সূর্যগড় প্যালেসে পাপারাৎজিদের নজর এড়িয়ে চার হাত এক হয় দুই তারকার। দুজনে প্রেম করছেন, এই গুজব রটেছিল আগেই। সাত পাঁকে বাঁধা পড়ার খবরও গোপন থাকেনি।বোঝা গিয়েছিল যে তাঁরা তারকাসুলভ কায়দায় বিয়ে করবেন, গোপনে। বিয়েতে নিমন্ত্রিত ছিল সিড-কিয়ারার ঘনিষ্ঠ মহলের মানুষেরা। ছবি তোলা নিয়েও ছিল কড়াকড়ি।মঙ্গলবার বিয়ের পরেও তাঁদের ছবি প্রকাশ্যে না আসাই একটু বেশি অপেক্ষা করতে হয়েছিল দর্শকদের। সেই অপেক্ষার সুমিষ্ট ফল পেলেন সিড-কিয়ারার ভক্তরা।

আজ সকালেই কিয়ারা আডবাণী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁদের বিয়ের প্রথম ভিডিও প্রকাশ করেন। একেবারে সিনেমার মতোই হয়েছে তাঁদের বিয়ের ভিডিও। নিজেদের বিয়ের প্রতিটি মুহূর্ত যে উদযাপন করেছেন সিড-কিয়ারা, তা স্পষ্ট হয়েছে সেই ভিডিওতে। হালকা গোলাপী লেহেঙ্গায় একেবারে রাজকন্যার মতো দেখতে লেগেছে কিয়ারাকে। অন্যদিকে বেইজ রঙের শেরওয়ানীতে সিদ্ধার্থও যেন রাজপুত্র।কখনও একে অপরকে আলিঙ্গন করে, কখনও বা ঠোঁটে চুমু খেয়ে বিবাহ জীবন শুরু করেছেন সিড-কিয়ারা।‘হ্যাপিলি এভার আফটার’ বলছেন দর্শকেরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube