সিড কিয়ারার বিবাহের সুখবর এলো বলে

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেতী কিয়ারা আডভানি যে প্রেম করছেন সেই গুঞ্জন চাপা থাকেনি। প্রেমের যাত্রা থেকে এবার যৌথ যাপনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। বিবাহবাসর বসবে জয়সলমের’এর সূর্য্যগড় হোটেলে। প্রাসাদপম এই হোটেল সেজে উঠেছে সিড কিয়ারার বিশেষ দিনকে সুন্দর করে তুলতে।

জয়সলমেরে পৌঁছেছেন, সিড-কিয়ারা। পৌঁছেছেন তাঁদের আত্মীয় পরিজনেরা। তারকাসুলভ কায়দায় বিয়ে করতে চলেছেন যুগল।গোপন রাখা হয়েছে সমস্ত তথ্য। পাপারাৎজিরা বিয়ের সমস্ত কর্মসূচীর আভাস পাচ্ছেন, নাগাল পাচ্ছেন না।নিমন্ত্রিতরা একান্তই ঘনিষ্ঠ। তবে ট্রেন্ড মেনেই সঠিক সময়ে সিড কিয়ারার বিয়ের ছবি দেখা যাবে সামাজিক মাধ্যমে। সেই আশাতেই রয়েছেন নেটিজেনরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube