
নিউজটাইম ওয়েবডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে কলকাতার শহিদ মিনারে শনিবার জনসভা করার কথা ছিল আমিত শাহের। সেই মর্মে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন। এদিকে মহানগরী কলকাতাতেও চলছে সভার বিশাল তোড়জোড়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়েছে গেরুয়া কাপড়ে। পাশাপাশি লাগানো হয়েছে অমিত শাহর বিশাল বিশাল কাটআউট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের জনসভা উপলক্ষে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। তার মধ্যে ৪০ বাই ২৪ ফুটের মূল মঞ্চে থাকবেন শাহ ও অন্যান্য সাংসদ, বিধায়করা। সেই মঞ্চের অ্যালুমিনিয়ামের ছাউনি থাকবে। তার পাশেই আরও একটি মঞ্চ করা হবে যেখানে থাকবেন অন্যান্য নেতারা। সকাল ১০.৫৫-তে দমদম বিমানবন্দরে নামার কথা অমিতের।এরপরেই সকাল ১১.৩০ রাজারহাটে আনএসজি কমপ্লেক্সের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে দুপুর ২.৩০-৩.৪০ শহিদ মিনারের সভায় উপস্থিত হবেন তিনি। সভা শেষ করেই বিকেল ৪.০৫-৪.৩০ কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। তারপরেই বিকেল ৫.১৫ -এ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বৈঠক শেষ হলেই ৯টা ৫০ মিনিটে বিশেষ বিমানে দিল্লিতে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023