
নিউজটাইম ওয়েবডেস্ক : সংশোধনী নাগরীকত্ব আইন সম্পর্কে শীর্ষ আদালতের দ্বারস্থ রাষ্ট্র সংঘ। জেনেভায় ভআরতীয় স্থানীয় কমিশন এবং বিদেশ মন্ত্রককে রাষ্ট্রসংঘের মানবাধিকার কম্শন থেকে আবেদন জানানো হয়েছে। তবে মঙ্গলবার সকালবেলা রাষ্ট্র সংঘের পাল্টা ট্যুইটে বিদেশ মন্ত্রী রবিশ কুমার জানান, এটি দেশের আভ্যন্তরীন বিষয়। এতে কোনো তৃতীয় হস্তক্ষএপ আমরা মেনে নেবনা।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকারের কমিশনার মিশেল ব্যাচেলেট এই হস্তক্ষেপ আবেদন-এর বিষয়ে ভআরতকে জানিয়েছেন। সিএএ নিয়ে হস্তক্ষেপের আবেদন মঙ্গলবারই দাখিল হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় আইন প্রণালী অনুয়াযী এই আইন পাস ও কার্যকরি করার সমস্ত অধিকার ভআরত সরকারের আছে, আর এই আইন যাবতীয় প্রাতিষ্ঠানিক মুল্যবোধের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। দেশভাগের সময় তৈরা হওয়া মানবাধিকার সমস্যার কথা মাথায় রেখে বহু প্রতিক্ষিত এই আইন পাশ করা হয়েছেLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022