
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার সকাল থেকেই চলছে ধর্না। বেলা বাড়তেই ফের উত্তপ্ত রাজধানী দিল্লি। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জাফরাবাদ, চাঁদবাগে ধর্নায় বসেন আন্দোলনকারীরা। কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে পড়ে জাফরাবাদ সংলগ্ন মউজপুরে এলাকার পরিস্থিতি। প্রথমেই দুই গোষ্ঠির মধ্যে শুরু হয় ইঁট ছোড়াছুড়ি। আশেপাশের বাড়ি থেকেও আগুনে ঘি ঢেলে চলতে থাকে ইট ছোঁড়ার পালা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এই ঘটনার জেরেই সন্ধ্যে পর্যন্ত এলাকায় নিযুক্ত করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।


Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023