
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আগেই পথে নেমেছিলেন রাজ্যের নাগরিক সমাজ থেকে বিদ্বজ্জনেরা। এবার পথে না নামলেও স্বাক্ষর করে সিএএ, এনআরসির প্রতিবাদ জানালেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
গত ১১ ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছোট চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সেই মঞ্চেই সংবর্ধনা দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সিএএ, এনআরসির প্রতিবাদে আগেই সরব হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এদিন ছাত্রছাত্রী ফের সিএএ, এনআরসির প্রতিবাদে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে সই করে কেন্দ্রীয় আইনের প্রতিবাদ জানান সৌমিত্র চট্টোপাধ্যায়। সই করার পর তিনি বলেন, ‘এই ওয়ালে সই করে পড়ুয়াদের প্রতিবাদকে সমর্থন করছি। ‘
Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023