
নিউজটাইম ওয়েবডেস্ক : ব্রিটিশ গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ প্রকাশ করল এক গুচ্ছ চাঞ্চল্যকর তথ্য। আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও সম্পর্কে এই তথ্য পাওয়া গেছে ৫০ এর দশকের নথিতে। সিআইএর তরফ থেকে জানানো হয়, তাঁদের কাছে এমন কিছু নথি এসেছে যেখানে বলা হয়েছে একটি ইউএফও স্কটল্যান্ডের আকাশে ৬০,০০০ ফিট থেকে ১৪,০০০ ফিটের মধ্যে বেশ কিছুক্ষণ চক্রাকারে ঘোরে।
স্কটিশ উইং কমান্ডার ডাব্লিউ পি হুইটওয়ার্থ এই ঘটনার প্রথ্যক্ষদর্শী ছিলেন, তিনি বর্ণনা দেন এবং বলেন “যে বস্তুটি দেখা গেছিল সেটি আমাদের পরিচিত ছিলনা। এমনকি কি দিয়ে তৈরি তাও বুঝতে পারিনি আমরা। তবে এটি কোনোভাবেই ভুল ছিলনা।“ এই ঘটনা সম্পর্কে যে রিপোর্ট লেখা হয় তাতে বলা হয়েছিল ইউএফওর অস্তিত্ব আছে, এবং এই যান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চালানো হয়। আমরা সকলেই জানি ইউএফও, যার আভিধানিক অর্থ বলতে গেলে দাঁড়ায় এমন একটি যান যা আমাদের তৈরি নয়, এবং প্রধানত ভীনগ্রহোর প্রাণী দ্বারাই চালিত। তবে এই ফাইলের বিবরণ অনুযায়ী ভীনগ্রহের প্রাণী আদতে কেমন দেখতে তা আন্দাজ করা বেশ কঠিন। এই ১৮৬ পাতার ফাইল যেটিকে গত ৪০ বছর ধরে বন্ধ ফাইলের তালিকায় রাখা হয়েছিল সেখানে ইউএফওর সাথে সাথে, সাইকিক ক্ষমতা এবং কোল্ড ওয়ারের সময়ে বহু রোমহর্ষক গুপ্তচরদের কথাও বলা আছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022