‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । বারবারই একের পর এক তথ্য উঠে এসেছে তাঁর বিরুদ্ধে । আর তাতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল । বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রবেশের মুখে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘আমি নিয়োগ কর্তা নই, সাহায্য তো দূরের কোথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ । একই সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারিরা নিয়োগের ব্যাপারে তদ্বির করেছিলেন।

অবৈধ নিয়োগ নিয়ে যখন জর্জরিত রাজ্যের বর্তমান সরকার, তখন আজ আদালতে প্রবেশের মুখে রীতিমত বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় । অবৈধ নিয়োগের সুপারিশ করেছিলেন সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারিরা! সর্ব সমক্ষে এই মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । এই ঘটনার ২৩ মিনিট আগে একই বয়ানে ট্যুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । এই ঘটনা কী নেহাতই কাকতালীয়? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য?

অন্যদিকে ঘনিষ্ঠ মহলে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘কিছু বলবো না ভেবেছিলাম, এখন দেখছি না বললে আমার বিরুদ্ধে সব যাচ্ছে। সেটা আমি চাই না। তাই এবার বলা শুরু করবো। ৫ বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করেছে। করোনা সামলেছে সে লোকটা চুরি করতে পারে না। যে সেটা জানে সে আমাকে নিয়ে খারাপ কিছু লিখতে পারে না। আমি একই জায়গা থেকে ৫ বার জিতেছি, কখনো অন্য কোথাও থেকে লড়িনি, আমি যদি সৎ না হতাম তাহলে মানুষ কি জেতাতো ?’

তবে এতদিন চুপ থেকে হঠাৎই কেন মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়? তাহলে কী নিয়োগ দুর্নীতিতে ক্রমশই পার্থর বিরুদ্ধে জোড়ালো হচ্ছে সমস্ত প্রমাণ? আর সেই কারণেই অবশেষে মুখ খুললেন প্রাক্তন মহা সচিব ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube