
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনা পরিস্থিতি নিয়ে সর্বক্ষণ তৎপর তিনি। বাংলার জন্য আগেই ২০০ কোটির আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই তহবিল যথেষ্ট নয় বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই তহবিলে সাহায্যের জন্য এ বার সাধারণের কাছে আবেদন জানালেন তিনি। জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্যও আহ্বান জানালেন সকলের কাছে। এই সাহায্য জনসাধারণের জন্য এ দিন মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেছেন। পাশাপাশি, জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য। রাজ্যের আমলা সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্য ইতিমধ্যেই ত্রাণ তহবিলে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, ৪ লক্ষ বিশেষ পোশাক, ২ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিনের কেনার অর্ডার দেওয়া হয়েছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022