সাহায্যের হাত বাড়ানোর আর্জি মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক :  

করোনা পরিস্থিতি নিয়ে সর্বক্ষণ তৎপর তিনি। বাংলার জন্য আগেই ২০০ কোটির আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই তহবিল যথেষ্ট নয় বলে বুধবার এক সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই তহবিলে সাহায্যের জন্য এ বার সাধারণের কাছে আবেদন জানালেন তিনি। জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্যও আহ্বান জানালেন সকলের কাছে। এই সাহায্য জনসাধারণের জন্য

এ দিন মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেছেন। পাশাপাশি, জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য। রাজ্যের আমলা সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্য ইতিমধ্যেই ত্রাণ তহবিলে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, ৪ লক্ষ বিশেষ পোশাক, ২ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিনের কেনার অর্ডার দেওয়া হয়েছে।

কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তিনি জানান এই তহবিল যথেষ্ট না। ওই তহবিলে আরও সাহায্যের প্রয়োজন। এর পরই মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দেন। জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেই মোবাইল নম্বর হল ৯০৫১০২২০০০। একই সঙ্গে তিনি সঞ্জয়ের সঙ্গে ইমেলেও যোগাযোগ করার রাস্তা দেন।

এর পর মুখ্যমন্ত্রী একটি অ্যাকাউন্ট নম্বরের কথা বলেন। যেখানে পাঠাতে হবে তহবিলের জন্য সাহায্য

সেই অ্যাকাউন্ট নম্বর হল ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড-আইসিআইসি০০০৬২৮০। এমআইসিআর কোড-৭০০২২৯০১০।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube