
নিউজটাইম ওয়েবডেস্ক : গতকালই সেনা হাসপাতাল জানিয়েছিল যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শীরিরিক অবস্থার অবনতি ঘটেছে। এদিন অবশ্য আশার কথা জানাল হাসপাতাল। সামান্য উন্নতি হয়েছে প্রণববাবুর শারীরিক অবস্থার বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার হাসপাতাল জানিয়েছে যে এখনও ভেন্টিলেটরে আছেন প্রণববাবু, কিন্তু সামান্য পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের চেয়ে নিঃশ্বাস নিতে সামান্য় সুবিধা হচ্ছে প্রণববাবুর। প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ওপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাক্ষণ নজরদারি করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রণববাবুর শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে। মস্তিষ্কে চোট পাওয়ার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপোচার করা হয় প্রণববাুর।একই সঙ্গে তিনি কোভিড পজিটিভ এটিও ধরা পড়ে। প্রায় এক সপ্তাহের ওপর থেকে তিনি ভেন্টিলেটরে আছেন। পরিস্থিতির সামান্য ওঠানামা হলেও তেমন কিছু পরিবর্তন হয়নি প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022