
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রজাতন্ত্র দিবস এর প্রাক্কালে জঙ্গী অনুপ্রবেশ ও নাশকতা রুখতে ভারত-বাংলাদেশ জলসীমানা অর্থাৎ সুন্দরবন এলাকায় জলপথে এবার টহলদারি শুরু করে দিল উপকূল থানার পুলিশকর্মীরা। বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি ব্লকের কুলতলি থানা ও মৈপীঠ উপকূল থানা l
নদীপথে যাতে কোনোভাবে বাংলাদেশ থেকে কোন বহিরাগত অনুপ্রবেশকারী কিংবা জঙ্গি প্রবেশ করতে না পারে সেই কারণেই স্পিডবোর্ড, লঞ্চ নিয়ে দিনেও রাতে সমানভাবেই টহলদারি মাধ্যমে করা নজরদারি চালাচ্ছেন মৈপীঠ উপকূল থানা ও কুলতলি থানার পুলিশকর্মী সহ অন্যান্য উপকূল থানার পুলিশ কর্মীরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023