সামনে প্রজাতন্ত্র দিবস, কড়া নজরদারি সুন্দরবনে

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রজাতন্ত্র দিবস এর প্রাক্কালে জঙ্গী অনুপ্রবেশ ও নাশকতা রুখতে ভারত-বাংলাদেশ জলসীমানা অর্থাৎ সুন্দরবন এলাকায় জলপথে এবার টহলদারি শুরু করে দিল উপকূল থানার পুলিশকর্মীরা। বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলি ব্লকের কুলতলি থানা ও মৈপীঠ উপকূল থানা l

নদীপথে যাতে কোনোভাবে বাংলাদেশ থেকে কোন বহিরাগত অনুপ্রবেশকারী কিংবা জঙ্গি প্রবেশ করতে না পারে সেই কারণেই স্পিডবোর্ড, লঞ্চ নিয়ে দিনেও রাতে সমানভাবেই টহলদারি মাধ্যমে করা নজরদারি চালাচ্ছেন মৈপীঠ উপকূল থানা ও কুলতলি থানার পুলিশকর্মী সহ অন্যান্য উপকূল থানার পুলিশ কর্মীরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube