
জানা যাচ্ছে পাচারের জন্য আনা সাপের বিষের মূল্য কয়েক কোটি টাকা । সাপের বিষ পাচার আটকাতে বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ । গুলিতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিএসএফ ।
এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গয়েশপুর এলাকায় । বিএসএফ সূত্রে জানা গেছে গতরাতে গয়েসপুর বিওপি এলাকা দিয়ে চোরাপথে বাংলাদেশ থেকে দুইজন পাচারকারি সাপের বিষ সহ ভারতে প্রবেশ করছিলো । খবর পেয়ে প্রহরারত জওয়ানরা তাঁদের প্রতিরোধের চেষ্ঠা করলে, পাচারকারীদের তরফ থেকে পাল্টা হামলা চালান হয় বলে অভিযোগ ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ জওয়ানরা এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হন । এর ফলে সাপের বিষ ভর্তি একটি কাঁচের জার ফেলে বাংলাদেশের দিকেই পালিয়ে যায় পাচারকারীরা । বিষের জারটি উদ্ধার করেছে বিএসএফ ।
Latest posts by swarnali manna (see all)
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023