
এক বিষধর সাপের ছোবলে মৃত্যু হল বছর ১৩ বছর বয়সী এক কিশোরের । সোমবার ঘটনাটি ঘটেছে গোবরডাঙার কৃষ্ণনগর এলাকায় । গভীর রাতে মৃত্যু হিওয় সেই কিশোরের । বনদপ্তরের কর্মীরা সাপের খোঁজে তল্লাশি চালায় তাঁর বাড়িতে ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন সোমবার রাতে বাড়িতেই একটি সাপ তাকে ছোবল মারে । তবে কিশোর তা বুঝতে পারেনি । পরিবারের লোকজনকে সে জানায়, তাকে বিড়ালে কামড়েছে । তবে সেভাবে গুরুত্ব না দিলেও বিষক্রিয়া শুরু হলে ঘন্টাখানেক বাদে বাউগাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখান থেকে রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাবরা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গভীর রাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন পরবর্তীতে তারা খোঁজাখুজির পর ঘরে একটি বিষধর সাপ দেখেছেন । ঘটনায় এলাকাবাসীর তরফে খবর দেওয়া হয় গোবরডাঙ্গা থানা ও বনদপ্তরে । পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও সাপটি খুঁজে পাননি ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব মিশুকে স্বভাবের ওই ছিল কিশোর । পাড়ার ছেলেদের সঙ্গে প্রতিনিয়ত ফুটবলও খেলতো সে । কিশোরকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গতা এলাকায় । মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023