
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্ক চলছে বিশ্ব জুড়ে। আক্রান্ত লক্ষাধিক মানুষ, মৃত্যু হয়েছে সহস্রাধিক মানুষের। বিশ্ব জুড়ে থেমে গিয়েছে ব্যবসা বাণিজ্য। কলকারখানাগুলি বন্ধ ফলে বন্ধ আর্থিক লেনদেনও। ফলে দেশজুড়ে অর্থনৈতিক অবস্থা নিয়ে বাড়ছিল উৎকন্ঠা। কিভাবে চলবে বাণিজ্য, কিভাবেই বা বাঁচবে সাধারণ মানুষ? বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা রোখার জন্য যে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কারণে করোনার হাত থেকে বাঁচলেও, অর্থনৈতিক ভাবে একটি ধস অনিবার্য। এই উৎকন্ঠা কমাতেই অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হল একগুচ্ছ পদক্ষেপ।
ইতিমধ্যেই করোনার জেরে উৎকন্ঠায় থাকা মানুষের চিন্তা কমাতে যে যে পদক্ষেপগুলি নেওয়া হল তা হল – ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে মার্চ থেকে বাড়িয়ে করা হল ৩০শে জুন। এছাড়া আয়কর জমা দেওয়ায় দেরি হলে সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৯ শতাংশ। আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখও বাড়িয়ে নিয়ে যাওয়া হল ৩০শে জুন। এছাড়া টিডিএস রিটার্নের শেষ তারিখ এক থাকলেও, জমা দেওয়ায় আগে লাগত ১৮ শতাংশ সুদ, যা কমিয়ে করা হল ৯ শতাংশ। বার্ষিক ৫ কোটি টাকার কমে লেনদেল করা সংস্থা গুলিকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে কোনো লেট ফি জমা দিতে হবেনা, তবে সুদ দিতে হবে। নতুন সংস্থা নথিভুক্তকরণের ৬ মাসের মধ্যে ঘোষণাপত্র জমা দিতে হত, এখন তা আরও ৬ মাস বাড়িয়ে প্রায় একবছর করা হল। এছাড়া মার্চ-এপ্রিল-মে মাসের জিএসটি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ শে জুন পর্যন্ত। এবং সধারণ মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হল, আগামী ৩ মাস যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড ভিন্ন ব্যাঙ্কের এটিএমে ব্যবহারে কোনোরকম চার্জ কাটা হবেনা। এবং সমস্ত ব্যাঙ্কের সমস্ত রকম অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখার কোনোরকম নিয়ম কার্যকর হবেনা। এবং অর্থমন্ত্রী দেশবাসীর কাছে আর্জি জানান, খুব জরুরী না হলে বাইরে না বেরিয়ে অনলাইনে টাকর লেনদেন করতে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দেউলিয়া ঘোষণার নিয়মাবলীতেও বেশ কিছু বদল আনা হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হল, অনাদায়ের সীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করে দেওয়া হল। দেশ জুড়ে লক ডাউন ঘোষণা হয়েছে, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। নজিরবিহীন ধস নেমেছে সেনসেক্স ও নিফটতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022