সাদা পলাশে ছেয়েছে পুরুলিয়া, হইচই চারদিকে

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সোমনাথ কুম্ভকার ।।

বসন্ত লাল পলাশের রঙে রাঙা হয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা। যেদিকে চোখ যাবে শুধু লাল পলাশ চোখে পড়বে। এই যেন এক অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে সুন্দরী পুরুলিয়াকে।তারই মাঝে এক সাদা পলাশ হইচই ফেলে দিয়েছে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। শ্বেত পলাশের এই গাছটি দেখা যায় হুড়া থানার মতিপুর গ্রামে। এখানে একটি পূর্ণবয়স্ক পলাশ গাছে অসংখ্য সাদা ফুল ফুটেছে। লাল পলাশের মাঝে এই সাদা ফুল অন্য একটা মাত্রা এনে দিয়েছে।

সাদা পলাশের খবর সোশ্যাল সাইটে প্রচার হওয়ার পরই প্রচুর পর্যটক সহ জেলার মানুষ দেখতে ভিড় জমাচ্ছেন মতিপুর গ্রামে। ইতিমধ্যে এই শ্বেত পলাশ গাছের দাম উঠেছে প্রায় ৮০ লক্ষ টাকা। জানা গেছে বিরল এই শ্বেত পলাশ রাজ্যের তিনটি জায়গাতেই এই বসন্তে দেখা যায়। পুরুলিয়া জেলার হুড়া থানার মতিপুর গ্রামে, বীরভূমের মন্তেশ্বরে এবং হুগলি তেহট্টে এই বিরল প্রজাতির শ্বেত পলাশের খোঁজ মিলেছে এই বসন্তে। এই শ্বেত পলাশের বাংলা নাম সন্দনা বৈজ্ঞানিক নাম উইজেনিস উইজেন্সিস ।   এই গাছের মূল্য অপরিসীম ‌, তাই এই পলাশ গাছের ফুল দেখতে প্রতিদিন মানুষ এসে ভিড় জমাচ্ছেন হুড়া থানার মতিপুর গ্রামে।

শ্বেত পলাশের এই গাছটি রয়েছে মতিপুর গ্রামে এক ব্যক্তিগত মালিকানাধীন জায়গার উপর। নিজে থেকেই এই গাছের জন্ম হয়েছে পরিচর্যা করেননি কেউ প্রকৃতির নিয়ম অনুসারে এই গাছ বড় হয়েছে এবং বসন্তে ফুল ফুটেছে। তবে এই গাছ যে দুর্মূল্য সে কথা জানা ছিল না গাছ মালিকদের। বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে আজ তারা বিভ্রান্ত তাই এই গাছটি চুরি হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত গাছ মালিকের ঐ পরিবারটি। এই মুহূর্তে তারা চাইছে সরকার এবং বনদপ্তরের পক্ষ থেকে এই গাছটিকে সংরক্ষণ করে তার বংশবৃদ্ধি করুক।

তবে দেশে লাল পলাশ ছাড়াও হলুদ এবং বাসন্তী রঙের পলাশ দেখা যায়। নীল সাদা এবং নীল পলাশ যে একেবারে বিরল সেকথা জানেন অনেকেই। তাছাড়াও এই শ্বেত পলাশের বহু ঔষধি গুন রয়েছে বলে জানা যায় যেমন বান্ধাত্য নিবারণ, যৌন শক্তি বর্ধক ওষুধ থেকে শুরু করে রূপ লাবণ্য ফিরিয়ে আনার ঔষধ তৈরি হয়।

এই গাছের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় হইচই। এখন দেখার পুরুলিয়া জেলা প্রশাসন তথা বনদপ্তর এই বিরল প্রজাতির শ্বেত পলাশ গাছটিকে সংরক্ষণের জন্য কি ভূমিকা পালন করে সেদিকেই নজর থাকবে সকলের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube