
নিউজটাইম ওয়েবডেস্ক : সাত মাস পর অবশেষে মুক্তি পেলেন, জম্মু কাশ্মীর ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। প্রায় সাত মাস বন্দি দশায় কাটান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালেই একটি নির্দেশিকা প্রকাশ করে জম্মু কাশ্মীর স্বরাষ্ট্র দফতর।
গত ৫ই অগাস্ট বিলুপ্ত হয় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা, এরপরই তাঁকে বন্দি করা হয়। এর কিছদিন পর ১৭ই মার্চ কেন্দ্রীয় সরকার আবদুল্লার বিরুদ্ধে জন নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়, এই আইনে যে কোনো মানুষকে বিনা বিচারে ২ বছর পর্যন্ত আটকে রাখা যায়। তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা গত সাত মাস ধরে গৃহ বন্দি হয়ে আছেন। বিরোধীরা এর ঘোরতর প্রতিবাদ করলেও ছাড়া পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্টে ডিসেম্বরে বন্দিত্বের মেয়াদ বাড়ে যায় আরও খানিকটা। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানায় ৮টি বিরোধী দল। তবে এখনও বন্দি তাঁর পুত্র ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022