
নিউজটাইম ওয়েবডেস্ক : রাহুল গান্ধীর ভারত জোড়ো আন্দোলনের অংশ হিসেবে এ রাজ্যেও আজ থেকে শুরু হচ্ছে সাগর থেকে কার্শিয়াং পদযাত্রা। আজ সকালে সাগরের কপিলমুনি মন্দির চত্বর থেকে এই পদযাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান সহ প্রদেশ নেতৃত্ব। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবীতে ও এ রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা।
যাত্রাপথে তুলে ধরা হয়েছে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে। প্রথমে সাগরের সমুদ্র সৈকত থেকে কলসে করে জল সংগ্রহ করে কংগ্রেসের নেতাকর্মীরা। এরপরে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের পূজো দেওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই পথযাত্রা আনুষ্ঠানিক সূচনা করেন। আজকের পদযাত্রা গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে কচুবেরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছবে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023