
।। রাজা বন্দ্যোপাধ্যায় ।।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, খবর লোকসভার সচিবালয় সূত্রে। গতকাল মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুই বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল সুরাটের নিম্ন আদালত। আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি সাজা সাংসদ পদে থাকতে পারবেন না কোনো জন প্রতিনিধি। সেই মোতাবেক সিদ্ধান্ত লোকসভার সচিবালয়ের।
অন্যদিকে এর প্রতিবাদে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় আটক অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক কংগ্রেস সাংসদ।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023