
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা দমন করতে আজ বিকেল থেকেই গোটা রাজ্যজুড়ে লকডাউন জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিকেল ৫টা থেকে গ্রাম-শহর সর্বত্র লকডাউন জারি করা হচ্ছে।
সাধারণ মানুষের উদ্দেশে মমতার পরামর্শ, ‘বাজারে ভিড় করবেন না। প্রত্যেকে প্রত্যেকের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ান। বাজারে জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে বাড়িতে জিনিসপত্র মজুত করার প্রয়োজন নেই’। বাজারে যাওয়ার আগে কিছু একটা দিয়ে মুখ ঢেকে নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ফের একবার খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোতে অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, এর আগে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল।তবে লকডাউনের সময় বাড়লেও অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবায় বাধা নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সংবাদমাধ্যম কেও এই বিষয়ে ছাড় দেন তিনি। রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকের পর পুলিশ কমিশনারকে নিয়ে কলকাতা শহর পরিদর্শনে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়ে প্রথমে আর জি কর হাসপাতাল, পরে কলকাতা মেডিক্যাল, এন আর এস ,এস এস কে এম,এম আর বাঙ্গুর,বেলেঘাটা আইডি হাসপাতাল, এবং সবশেষে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন সেখানে উপস্থিত সুপার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলি করেন মাস্ক। মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, ‘বাজারে গিয়ে ভিড় করবেন না। এতে সংক্রমণ ছড়াবে’। দূরত্ব রেখে বাজারে কেনাকাটার পরামর্শ দেন তিনি। এছাড়াও অকারণে বাড়িতে জিনিস মজুতে নিষেধ করেছেন। চিরকুটের মাধ্যমে তালিকা বানিয়ে বিক্রেতাদের থেকে জিনিস কেনার পরামর্শ দেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022