সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিরাট

নিউজটাইম ওয়েবডেস্ক : টেস্ট সিরিজ হেরে মেজাজ হারালেন ক্যাপ্টেন কোহলি। না, মাঠে নয়। মাঠের বাইরে সাংবাদিক সম্মেলনে, এক সাংবাদিকের প্রশ্নে। রবিবার দ্বিতীয় দিনের খেলার সময় উইলিয়ামসনকে সেন্ড অফ জানান আগ্রাসী ভঙ্গিতে। আর টম লাথাম আউট হওয়ার পরে ক্যামেরায় ধরা পরে দর্শকদের উদ্দেশ্যে বিরাটের মুখভঙ্গি। ‌যেখানে দেখা ‌যায় অশালীন মন্তব্য করছেন বিরাট। ‌যা ভাইরাল হয়ে ‌যায়। এই প্রসঙিগ তুলেই সাংবাদিক সম্মেলনে কোহলির কাছে  জানতে চাওয়া হহয়, অধিনায়ক হিসেবে আপমার কী আরও ভালো উদাহরণ রাখা উচিৎ না? 

সংশ্লিষ্ট সাংবাদিকের প্রশ্নে বিরক্তি ফুটে ওঠে বিরাটের চোখে মুখে। পাল্টা সাংবাদিককে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিরাট বলেন, আপনাকে খুঁজে বের করতা হবে ঠিক কী ঘটেছিল সেই সময়ে। এরপর ‌যখন আসবেন আরও ভালো প্রশ্ন তৈরী করে আসবেন। আর ‌যদি বিতর্ক তৈরী করতে চান তাহলে এটা তার উপ‌যুক্ত জায়গা না। আমি এটা নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই।

তবে বিরাটের আগ্রাসন, আচরণ নিয়ে প্রশ্ন উড়িয়ে দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।বিরাট এমনই। ও মাঠে খুব আবেগপ্রবণ থাকে। এটা নিয়ে জল ঘোলা করা উচিৎ না। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube