
নিউজটাইম ওয়েবডেস্ক : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন দুজনে। প্রবল জনপ্রিয়তা ও ভালবাসা পেয়েছিল, তাঁদের জুটি। রিল লাইফের কেমিস্ট্রি রিয়েল লাইফেও গড়িয়েছিল। ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। যৌথযাপনে ছিলেন দুজনে। সন্তানও আসে, নাম দেন ‘সহজ’। কিন্তু দাম্পত্য টেকেনি। বিচ্ছেদের পথ বেছে নেন দুজনে।
এইসময় যা হয়, তিক্ততা-কাদা ছোঁড়াছুড়ি, কিন্তু সেসব হয়নি রাহুল প্রিয়াঙ্কার জীবনে। বরং বিচ্ছেদের পরেও ‘সহজ’কে একই সঙ্গে বড় করে তুলছেন তাঁরা। দুজনেই এগিয়ে নিয়ে চলেছেন বন্ধুত্ব। কখনও রাহুলের বই’এর উদ্বোধনে উপস্থিত থেকেছেন প্রিয়াঙ্কা, আবার কখনও অন্য কোনও অনুষ্ঠানে। এমনকি দোলের দিনও ‘সহজ’কে নিয়ে রঙের খেলায় মেতেছেন রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল-এবং প্রিয়াঙ্কা একমাত্র জুটি, যারা বুঝিয়ে চলেছেন, বিচ্ছেদের পরেও বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়া যায়।Latest posts by Subhasree Muhuri (see all)