
নিউজটাইম ওয়েবডেস্ক : সহকর্মী মহিলার গায়ে হাত তোলার অভিযোগে ধারাবাহিক থেকে বাদ পড়েলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। এর আগে ২০১৮ সালে টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর তৎকালীন প্রেমিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। তখন তাকে গ্রেফতারও করে পুলিশ। এবার শুটিং চলাকালীন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে মারধর করার অভিযোগে তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে দিল প্রযোজনা সংস্থা।
জানা গিয়েছে, শুটিং চলাকালীন ঐন্দ্রিলার একটি ফোন আসে। ফোনটি তাঁর মা করেছিলেন বলে জানান অভিনেত্রীর। সেসময় ফোন রিসিভ করে মাকে পরে ফোন করবেন বলেন। কারন তিনি তখন সেটে ছিলেন অন্যদিকে শট দেওয়ার জন্য তৈরি ছিলেন জয় মুখোপাধ্যায়। এরপর অভিনেত্রী ফোন রাখতে না রাখতেই তাঁর সাথে অভদ্র আচরন করেন তিনি। এরপর হঠাৎ করেই হাত ধরে টেনে ধাক্কাও মারেন সহ-অভিনেত্রী ঐন্দ্রিলাকে। সেটের সবাই জয়কে আটকানোর চেষ্টা করে। ঘটনার পরেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এমনকি প্রযোজনা সংস্থার তরফেও তাঁকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি থেকে জয়ের পরিবর্তে ‘জিয়নকাঠি’তে ঋষির চরিত্রে দেখা যাবে টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতিকে। প্রথমদিকে ঋষির চরিত্রে সোমরাজেরই অভিনয় করার কথা ছিল কিন্তু সেসময় ‘কুঞ্জছায়া’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত থেকেয় প্রস্তাবে সম্মতি জানাননি তিনি। তবে শেষপর্যন্ত তাঁকে এখানেই ফিরতে হল।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023