
নিউজটাইম ওয়েবডেস্ক : বিরোধীদের লাগাতার প্রশ্নে জেরবার হচ্ছিল কেন্দ্র। এই অবস্থায় ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৯ জুন বিকেল পাঁচটার সময় সেই ভার্চুয়াল বৈঠক হবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়, ‘ভারত-চিন সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ১৯ জুন বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ কররেন।’ গালওয়ান উপত্যকায় চিনা সেনার নৃশংসতায় বিরোধীদের সম্মিলিত আক্রমণে পড়েছিলেন মোদী। রাহুল গান্ধী, মহুয়া মৈত্র, পি চিদম্বরম-সহ বিরোধীদের একটাই প্রশ্ন – প্রধানমন্ত্রী চুপ কেন? একটি টুইটবার্তায় রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি কী লুকোচ্ছেন? যথেষ্ট হয়েছে। আমরা জানতে চাই কী হয়েছে। আমাদের সেনা জওয়ানদের হত্যার সাহস কীভাবে পায় চিন? আমাদের ভূখণ্ড দখল করার সাহস হয় কীভাবে?’
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022